আমাদের অর্জনসমূহ : বিগত ০৫ বছরে উপজেলা উপজেলা রিসোর্স্ সেন্টার, পলাশ, নরসিংদী
১৮৯২ জন শিক্ষককে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান করে তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নে সচেষ্ট থেকেছে। প্রদানকৃত প্রশিক্ষণের মধ্যে রয়েছে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ, টিএসএন, প্রাক-প্রাথমিক শিক্ষা, সঙ্গীত, শারীরিক শিক্ষা, চারু ও কারু, নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ইনডাকশন এবং মার্কার ইত্যাদি।
চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণের জন্য উপজেলার শিক্ষক চাহিদার ভিত্তিতে ১২টি সাব ক্লাস্টার প্রশিক্ষণ সহায়িকা প্রণযন করেছে।
৬০০টি শ্রেণি কার্য্ক্রম পর্যবেক্ষনের মাধ্যমে পাঠদানে প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ ও শিখন-শেখানো মানোন্নয়নে শিক্ষকদের একাডেমিক সহায়তা প্রদান করেছে।
৬০টির ও বেশি সাব-ক্লাস্টার প্রশিক্ষণ কার্য্ক্রম পর্যেবেক্ষণ করে শিক্ষকদের পেশগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় ফলাবর্ত্ন প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ে আয়োজিত লেসন স্টাডি কার্য্ক্রমে অংশগ্রহণ করে শিক্ষকদের একাডেমিক দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠির সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মা/অভিভাবক সমাবেশ ও এসএমসি সভায় যোগদান করে তাঁদের বিদ্যালয় সংশ্লিষ্ট কার্য্ক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়েছে।
শিশুদের সহপাঠক্রমিক কার্যা্বলী বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়সমূহে নিয়মিত চারু-কারু, সংগীত, শারীরিক শিক্ষা ক্লাশ পরিচালনা এবং কাব কার্য্ক্রম বাস্তবায়নে যথাযথ সহায়তা প্রদান করা হয়েছে।
কোভিড-১৯ এর কারণে বিদ্যালয় বন্ধকালীন শিক্ষার্থীদের লেথাপাড়া যাতে বিঘ্নিত না হয় সেজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের সাথে নিয়মিত ভার্চুয়াল যোগযোগের মাধ্যমে তাঁদের সহায়তা প্রদান করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস